news bengali

মহানগর ওয়েবডেস্ক: করোনা মানব শরীরে যত না আঘাত হেনেছে, তার চেয়ে অনেক বেশি আঘাত এনেছে মানুষের পেটে। গোটা বিশ্ব জুড়ে কার্যত দুমড়ে-মুচড়ে গেছে অর্থনৈতিক ব্যবস্থা। দেশের পরিস্থিতিও খুব একটা ভালো নেই। দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ হয়েছে কর্মক্ষেত্র। এরই মাঝে এল আরও এক বিপদবার্তা। জানা গেল লকডাউনের ফলে ব্যাপক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ভারতের আইটি কোম্পানিগুলি। যার ফলে আগামী কয়েক মাসে প্রায় দেড় লক্ষ মানুষ কর্মহীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইনফোসিসের প্রাক্তন সিএফও-র দাবি অনুযায়ী, লকডাউন এর ফল মারাত্মকভাবে পড়েছে দেশের আইটি সেক্টরে। আগামী কয়েক মাসে ভারতে আইটি কোম্পানী গুলির গ্রোথ অস্বাভাবিক হারে কমতে শুরু করবে। যার প্রভাব পড়বে কর্মীদের ওপর। পরিস্থিতি সামাল দিতে ছাঁটাইয়ের পথে হাঁটবে কোম্পানিগুলি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই পর্ব। ইতিমধ্যে একাধিক আইটি কোম্পানি পিঙ্ক স্লিপ ধরানো শুরু করেছে কর্মীদের। যেটা বাড়তে শুরু করবে কয়েক মাসের মধ্যে।

গোটা ভারতবর্ষে আইটি সেক্টরে কর্মরত কর্মীর সংখ্যা প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়বে ছোট কোম্পানিগুলির কর্মীরা। হিসেব করলে দেখা যায় প্রায় ১০ থেকে ১২ লক্ষ মানুষ কাজ করেন এই ছোট কোম্পানিগুলোতে। ইতিমধ্যেই পুনের zCon Solutions নামে এক সংস্থা তাই একাধিক কর্মীকে ছাঁটাইয়ের পথে হেঁটেছে। আগামী কয়েক মাসে ওই পথেই অবলম্বন করবে বাকি ছোট সংস্থাগুলি। এবং দেশজুড়ে আইটি সেক্টরে কর্মী ছাঁটাই সংখ্যা দাঁড়াবে প্রায় দেড় লক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here