ডেস্ক: কাটুয়া উন্নাওয়ের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে যখন সরব গোটা দেশ, ঠিক তখনই ফের এক নৃশংস ঘটন ঘটল ছত্তিশগড়ের কবিরধাম জেলায়। প্রথমে ধর্ষণ, পরে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হল ১০ বছরের এক নাবালিকাকে। যদিও এই ঘটনায় উত্তম সাউ(২৫) নামে এক অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। একটি বিয়ে বাড়িতে বরযাত্রীর সঙ্গে গিয়েছিল ওই নাবালিকা। উত্তম সাউ নামে এই ঘটনার মূল অভিযুক্ত ছিল বরের বন্ধু। বিয়ের রাতেই প্রথমে ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। লোক জানাজানির পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে অভিযুক্ত। খুনের পর তার মৃতদেহ ফেলে দেওয়া হয় স্থানীয় একটি শুকনো নদীতে। বৃহস্পতিবার উদ্ধার করা হয় ওই না বালিকার দেহ।
পুলিশসূত্রে আরও জানা গেছে, এই ঘটনায় মূল অভিযুক্ত উত্তম সাউ ওই নাবালিকাকে খুন পর বরযাত্রীদের সঙ্গেই নিজের বাড়ি রেহাউতা গ্রামে ফিরে যায়। পুরো ঘটনার তদন্তে নেমে একদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে।