baba_ambedkar

ডেস্ক: বাবাসাহেবের জন্মবার্ষিকী অনুষ্ঠানেই বিপত্তি। মহারাষ্ট্রের হিঙ্গানি জেলায় বাবাসাহেব জয়ন্তী অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। সকলেরই অবস্থা আপাতত স্থিতিশীল বলে স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভীমরাও আম্বেদকরের ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হিঙ্গানি জেলার ভীমতেরকি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়ারও বন্দোবস্ত ছিল। সেই খাবার খেয়েই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় পুলিশ আধিকারিক জানান, কমপক্ষে ১০৭ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়। প্রত্যেকেরই উপসর্গ ছিল, বমি এবং মাথা ঘোরা। প্রাথমিক চিকিত্সার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের অবস্থাও স্থিতিশীল।

পুলিশের অনুমান, খাবারে বিষক্রিয়া থেকেই সকলে অসুস্থ হয়ে পড়েন। খাবারের নমুনা তদন্তের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here