মহানগর ডেস্ক: আজ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। এবার ১০০ বছরে পদার্পন করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রতি বছর ৮ পৌষ পালিত হয় বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার তার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়ও।
আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীর আম্রকুঞ্জে। করোনাকালে যাবতীয় সুরক্ষবিধি মেনেই ছিল এদিনের উৎসব। প্রবেশে নিষেধাজ্ঞা ছিল সাধারণ মানুষের।
আজ বিশ্বভারতীর ভার্চুয়াল ভাষণের শুরুতেই প্রার্থনা নরেন্দ্র মোদীর। তিনি বলেন, “নমস্কার হে বিধাতা দাও দাও মোদের গৌরব দাও। গুরুদেব কখনও ছাত্রদের কথা ভেবে এ কথা বলেছিলেন। আজ সারা দেশ এই কথা বলে আমাদের সঙ্গে।”
এমনকি নতুন ভারত নির্মাণের জন্য বিশ্বভারতীর যে নিত্য নতুন প্রয়াস রয়েছে তাও তিনি এদিনের ভাষণে মনে করিয়ে দেন।
“বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো”
Visva Bharati University turns 100. This temple of learning was Rabindranath Tagore’s greatest experiment on creating the ideal human being. We must preserve the vision and philosophy of this great visionary
— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2020
আজ বিশ্বভারতীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শতবর্ষে উপলক্ষে প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে তিনি লেখেন, “বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো।”