ডেস্ক: মর্মান্তিক বাস দুর্ঘটনা মহারাষ্ট্রের কোলহাপুরে। শুক্রবার রাত ১১:৪৫ নাগাদ মুম্বই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে শিবাজী নামক ব্রিজ থেকে নীচে পঞ্চগঙ্গা নদীতে উল্টে পড়ে যায় যাত্রীবোঝাই মিনি বাস। বাসে সওয়ার ১৬ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি গণপতিপুল থেকে পুনে যাচ্ছিল। পথে কোলাপুরে পঞ্চগঙ্গা নদীতে পড়ে যায় সেটি। দুর্ঘটনার ভয়াবহতা এমনই যে, ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। আহত যাত্রীরা জানাচ্ছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেই কারণেই উল্টে যায় বাসটি। বাকি ৩ যাত্রী গুরুতর অবস্থায় আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেন। রাতভর উদ্ধারকার্য চালিয়ে ১৩ জনের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন স্থানীয় পুলিশ কর্তারা।