ডেস্ক: গত পরশু যখন তিনি পাহাড়ে পা রেখেছিলেন তখনও অনেক অনিশ্চয়তা জমাট বেঁধে ছিল দার্জিলিংয়ের ম্যালে আয়োজিত হিল বিজনেস সামিট নিয়ে। কে কে আসবেন, কে কে বিনিয়োগে রাজি হবেন, কি ধরণের বিনিয়োগ আসবে, এরকম হাজারো প্রশ্ন ঘুরে বেড়িয়েছে পাহাড়ি শহরের জনজীবন থেকে সমতলের রাজনীতিতে। কিন্তু সম্মেলন শুরুর পর থেকে সময় যত এগিয়েছে ততই পরিষ্কার হয়েছে পাহাড় নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা, শিল্পপতিদের আগ্রহ। গতকাল শিল্প সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়বাসীর কাছে শান্তি আর উন্নয়নের বার্তা তুলে ধরেছিলেন। বুধবার সম্মেলনের শেষ দিনে তিনি বেশ হাসিমুখেই জানালেন, হিল বিজনেস সামিটে ১৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। ঐ সব প্রস্তাব বাস্তবায়িত হলে বদলে যাবে পাহাড়ের আর্থসামাজিক চিত্র। কর্মসংস্থান হবে পাহাড়ের মানুষের। ফের হাসি ফুটবে পাহাড়ের মানুষের মুখে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী এমন একটা দিনে বিনিয়োগের এই বার্তা তুলে ধরলেন যেদিন কেন্দ্র সরকারের তরফে আবার জানানো হয়েছে এই মুহুর্তে দেশের মধ্যে শিল্পগত বিনিয়োগ সম্ভাবনায় শীর্ষে রয়েছে বাংলা। স্বাভাবিক ভাবেই তা রাজ্যে বিনিয়োগ টানায় বাড়তি মাপকাঠি হয়ে উঠতে চলেছে।