ডেস্ক: মুক্তির পর থেকেই একের পর এক ইতিহাস গড়ছে ‘২.০’। দুদিনের মধ্যেই ২০০ কোটির গণ্ডি পেরিয়েছিল রজনীকান্তের এই সিনেমা। এবার চারদিনে আকাশ ছুঁল ‘২.০’। সূত্রের খবরম, মাত্র চারদিনেই ৪০০ কোটি টাকা ব্যবসা করে নিয়েছে শঙ্করের সিনেমা। রোবটের সিক্যুয়াল এটি। প্রথম থেকেই এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। সিনেমা হলে আসতেই রজনীকান্তকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন দর্শকেরা। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বিশ্ব জুড়ে ৪০০ কোটির ব্যবসা করেছে ‘২.০’। রজনীকান্ত ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন, আদিল হুসেন। তামিল সিনেমাতে ‘২.০’-এর মাধ্যমে ডেবিউ করেছেন খিলাড়ি কুমার।
শঙ্কর পরিচালিত ‘২.০’ বাজেট ছিল প্রায় ৫৫০ কোটি টাকা। তিনটি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। বিশ্ব বাজারে বাহুবলির রেকর্ডকে খুব শীঘ্রই ভাঙতে চলেছে এই সিনেমা। মূলত ভিএফএক্সের কাজে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। সিনেমাটির গল্প হল, অতিরিক্ত রেডিয়েশনের জন্য পাখি মারা যাচ্ছে। অক্ষয় কুমার একজন পক্ষী বিশারদ। তিনি এটা মেনে নিতে পারেননি। তাই টাওয়ারে আত্মহত্যা করেন। তারপর থেকেই তিনি ‘বার্ডম্যান’-এর রূপে মানুষের উপর প্রতিশোধ নেওয়া শুরু করেন। সেই বিপদ থেকে উদ্ধার করতে মাঠে নামবে বশিকরনের রোবট ‘চিট্টী’।