ডেস্ক: প্রত্যাশা মতই ফল পাওয়া গেল হাতেনাতে। ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হলে মুক্তি পেতেই ঝড় তুলে দিয়েছে বক্স অফিসে। দর্শককে পুরো মাত্রায় বিনোদন দেওয়ার উপায় একমাত্র রজনীকান্তের হাতেই আছে। তাই তাঁর সিনেমা মুক্তির অপেক্ষায় থাকে রজনী ভক্তরা। সদ্য মুক্তি পেয়েছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’। ২০১০ সালের ব্লকবাস্টার হিট সিনেমা রোবট-এর সিক্যুয়াল এটি। মুক্তির একদিনের মাথায় গোটা বিশ্বে রেকর্ড গড়ে তুলেছে ‘২.০’। ট্রেলার মুক্তির পর থেকেই রজনী ভক্তরা দিন গুনছিলেন কবে মুক্তি পাবে এই সিনেমা। শঙ্করের পরিচালনায় রজনীকান্ত ও অক্ষয়ের জুটি সারা বিশ্বে হল গুলিতে দাপিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে। সূত্রের খবর, অত্যাধুনিক গ্র্যাফিক্স ও ভিএফএক্সের কাজে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। যার ফলস্বরূপ একদিনের মধ্যেই ১০০ কোটির ঘরে পৌছে গিয়েছে ‘২.০’। গত বৃহস্পতিবার দক্ষিণের বিভিন্ন হলে মুক্তি পেয়েছে ‘২.০’। বলিউডে ও গোটা বিশ্বে মুক্তি পেয়েছে গতকাল।
মোট অঙ্কের বিচারে গোটা বিশ্বে এই মুহূর্তে সেরার স্থানে আছে ‘২.০’। এই সিনেমা হলিউডের ডেডপুল,অ্যাভেঞ্জার্স, ব্যাটম্যানকেও আয়ের দিক থেকে পিছনে ফেলে দেবে এই সম্ভাবনা লক্ষ্য করছেন সমালোচকেরা। আপাতত রজনী ভক্তদের কাছে এর থেকে বেশি খুশির খবর আর কী বা হতে পারে। রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়াও ‘২.০’ তে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, আদিল হুসেন, সুধান্সু পাণ্ডে।