Home Latest News কোবরা বাহিনীর এনকাউন্টারে মৃত দুই মাওবাদী

কোবরা বাহিনীর এনকাউন্টারে মৃত দুই মাওবাদী

0
কোবরা বাহিনীর এনকাউন্টারে মৃত দুই মাওবাদী
Parul

ডেস্ক: ফের বড়সড় সাফল্য পেল সিআরপিএফ৷ শনিবার সকালে ছত্তিসগড়ের সুকমায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে ফের মৃত্যু হল দুই মাওবাদীর। মৃতদের মধ্যে এক মহিলাও আছে। দুই মাওবাদীর মৃত্যুর পাশাপাশি সিআরপিএফের গুলিতে বেশ কয়েক মাওবাদী গুরুতর জখম হয়েছে৷ যাদের মধ্যে মাওবাদীদের পলিটব্যুরো সদস্য আছে বলে জানা যাচ্ছে। চার মাওবাদীর গ্রেফতারের খবর পাওয়া গিয়েছে৷ সংঘর্ষের পর মাওবাদীদের দল পিছু হটে৷ ঘটনাস্থলের দখল নেওয়ার পর সেখান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে জওয়ানরা৷

সংঘর্ষের পর দুই মাওবাদীর দেহ উদ্ধার করা ছাড়াও, বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে। মাওবাদীরে নাগালে পাওয়ার জন্য সুকমা এবং সংলগ্ন অঞ্চলে বেশ কয়েকদিন ধরেই তল্লাশি অভিযান জারি ছিল। সিআরপিএফের কোবরা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে ছাড়াও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সশস্ত্র বাহিনীও ছিল। শনিবার সূর্যের আলোর ফোটার ঠিক আগে চারপাশ থেকে এলাকা ঘিরে ফেলে তারা দুই বাহিনী। শুরু হয় গুলি বিনিময়৷ ঘন্টা দুয়েকের এনকাউন্টারের পর মাওবাদীরা পিছু হটে৷

উল্লেখ্য, শুক্রবার নিকটবর্তী বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল আট মাওবাদী৷ যার মধ্যে মহিলা ছিলেন ৬জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here