নিজস্ব প্রতিবেদক, জঙ্গিপুর: ৬ লক্ষ টাকার জাল নোট সহ দুই কারবারি কে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার ফারাক্কা থানার পুলিশ। ধৃত সাজেদুল সেখ’র বাড়ি দৌলতাবাদ থানার ছয়ঘরি গ্রামে ও ফারিজুদ্দিন মিয়াঁর বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার উম্মরতোলা গ্রামে। শুক্রবার বিকেল চারটে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে জিকরি মোড় থেকে তাদের গ্রেপ্তার করেছে ফারাক্কা থানার পুলিশ। ফারাক্কা থানার আইসি উদয় শঙ্কর ঘোষ জানান ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনশোটি দুহাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে। তারা জাল নোটের কারবারি বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।