kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে জঙ্গি দমনে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। যদিও কোনওরকমে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এক জঙ্গি। সেই জঙ্গির নাম জাহিদ দাস। গত সপ্তাহে জঙ্গি হামলায় উপত্যকায় এক বালকের মৃত্যু হয়। এই জাহিদই ছিল সেই হামলার কারিগর।

গত সপ্তাহে অনন্তনাগেই সেনাবাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় ওই ছয় বছরের বালক সহ এক সিআরপিএফ জওয়ান শহিদ হন। এরপর থেকেই জাহিদকে ধরতে উঠে পড়ে নিরাপত্তা বাহিনী। আজ সকালে ওয়াঘামা গ্রামে জাহিদ সহ আরও দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পান জওয়ানরা। এরপরেই স্থানীয় পুলিশ ও সেনা জওয়ানরা ওই গ্রামে তল্লাশি অভিযানে যান।

সেখানে দুই পক্ষর মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। ভারতীয় জওয়ানরা দীর্ঘ লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়। কিন্তু কোনওরকমে পালাতে সক্ষম হয় জাহিদ। প্রসঙ্গত, এই বছরে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারতীয় সেনা। শুধু জুন মাসেই এখনও পর্যন্ত ৩৭ জনের বেশি জঙ্গি খতম করা হয়েছে। আর এই ছয় মাসে সংখ্যাটা ১০০-র বেশি। গত সপ্তাহের শুরুতে শ্রীনগরের জাদিবাল সৌরা এলাকায় তিন জঙ্গিকে একটি বাড়িতে ঘিরে ফেলেছিল ভারতীয় জওয়ানরা। দীর্ঘ গুলির লড়াইয়ের পর তিনজনকেই খতম করা হয়। গত সপ্তাহে আবার সোপিয়ান ও পাম্পরে দুটি আলাদা অভিযানে আটজন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কুলগামে ১৯ জুন দুই হিজবুল জঙ্গিকেও মারে ভারতীয় জওয়ানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here