national news

মহানগর ওয়েবডেস্ক: প্রবল বর্ষণের জেরে জম্মু ও শ্রীনগর জাতীয় সড়কে নামল ধস৷ ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক পরিবারের তিনজনের৷ জম্মু মাহোরে এলাকায় মাটির স্তুপের মধ্যে থেকে মেলে এই ৩ জনের দেহ৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে৷ বছর তিরিশের যুবক, তার স্ত্রী ও পুত্র ধসের কবলে পড়ে প্রাণ হারায়৷ এলাকার সিনিয়র পুলিশ সুপার জেএস জহর জানিয়েছেন, ধস নামার ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে৷ স্তুপাকৃত মাটি সরিয়ে সড়ক পরিস্কার করতে কিছুটা সময় লাগবে৷

জম্মুর ডালওয়াস ও রামবন এলাকায় এই ধসের জেরে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে যান চলাচল৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে তাদেরকে না জানিয়ে এই মূহুর্তে কোথাও যাতে যাতায়াত না করা হয়৷ ১৪ অগাস্টও ব্যাপক পরিমাণ ধসের জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়৷

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে মৃত্যু হল তিন সেনা জওয়ানের। নিখোঁজ আরও এক সেনা। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে হঠাত্ই তুষার নেমে আসে। সেই ধসে চাপা পড়ে যায় একটি সেনাচৌকি। সেই সময়ে ওই চৌকিতে ছিলেন কয়েক জন জওয়ান। কিছু বুঝে ওঠার আগেই তুষারধস হুড়মুড়িয়ে এসে পড়ে সেনা তাঁদের উপর।সেনা সূত্রে খবর, চার জওয়ানকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে গেল চিকিত্সকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিত্সা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here