ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপের বিয়ের অনুস্থান সেরে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তিন আরজেডি নেতা সহ চার জনের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলায়।
সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান সেরে এদিন সকালে পাটনা থেকে কৃষাণগঞ্জ যাচ্ছিল গাড়িটি। যাত্রাপথে সকাল ৬ টা নাগাদ সিমরাহা পুলিশ স্টেশনের কাছে নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, পরে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয় গাড়ির চাল্ক সহ গাড়িতে থাকা ৪ জন ব্যক্তির। এই দুর্ঘটনার ফলে যে তিন আরজেডি নেতার মৃত্যু হয়েছে তাঁরা হলেন, বিহারের প্রাক্তন মন্ত্রী ইসলামুদ্দিনের পুত্র, কিষাণগঞ্জের জেলা সভাপতি ইন্তিখাব আলম, দিঘালগঞ্জের ব্লক প্রেসিডেন্ট পাপ্পু এবং গাড়ির চালক সাহিল নামে এক যুবক।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গাড়ি চালাতে চালাতে কোনও ভাবে ঘুমিয়ে পড়েছিলেন গাড়ির চালক। আর তার ফলেই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে গাড়িটি। গাড়িতে সেই সময় ছিলেন চালক সহ মোট চার জন, দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে প্রত্যেকেরই। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।