national news

মহানগর ওয়েবডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দীর্ঘ দিন গৃহবন্দি অবস্থায় ছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দীর্ঘ ৬ মাস পর তাঁর এক বিধ্বস্ত ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে দেশে। ছবিতে এক ঝলকে চেনার উপায় নেই ওমর আবদুল্লাকে। একমুখ দাড়ির সঙ্গে তাঁর চেহারাতেও এসেছে মলিনতার ছাপ। বন্দি জীবনের পর সেই ছবি দেখে দুঃখ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। সেই প্রসঙ্গেই এদিন ওমর আবদুল্লাকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ।

এমনিতে বিতর্কিত বয়ানের জন্য সর্বদা শিরোনামে থাকেন বিহারের বেগুসরাইয়ের এই নেতা গিরিরাজ সিং। চেনা ছন্দেই এদিন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ওই ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে কটাক্ষ করে তিনি বলেন। ‘জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫ এ সরিয়ে দেওয়া হয়েছে… দাঁড়ি কামানো ক্ষুর তো আর তুলে দেওয়া হয়নি।’ উল্লেখ্য, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ও উপত্যকাকে আড়াআড়ি ভাগ করার পর ভুস্বর্গের কোনওরকম অশান্তি এড়াতে গৃহবন্দি করা হয়েছিল সেখানকার রাজনৈতিক নেতাদের। সম্প্রতি একে একে কয়েক জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত ছাড়া পাননি মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লার মতো জম্মু কাশ্মীরের ভিভিআইপি নেতারা। ভয়াবহ উপত্যকায় এতদিন তারা কেমন আছেন? জানা যায়নি সেটাও। এরই মাঝে প্রায় ৬ মাস পর প্রকাশ্যে এল বন্দি দশায় থাকা ওমর আবদুল্লার এক টুকরো ছবি যা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছে মানুষ।

কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকলে মাত্র ৬ মাসে এতখানি চেহারার পরিবর্তন হতে পারে একটা মানুষের। ছবি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই ছবি তুলে ধরেই শুক্রবার এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘এই ছবিতে আমি চিনতে পারছি না ওমর আবদুল্লাকে। অত্যন্ত মর্মাহত আমি। এটা আমাদের দুর্ভাগ্য যে গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এই ভয়াবহতার শেষ কোথায়?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here