ডেস্ক: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অন্দরকলহে আপাতত উত্তাল গোটা দেশ। পরিস্থিতির জেরে নির্বাসনে পাঠানো হয়েছে সিবিআই প্রধান অলোক বর্মাকে। এরই মাঝে মিলল চাঞ্চল্যকর খবর। নির্বাসিত সিবিআই প্রধানের বাড়িতে নজরদারি চালানোর অভিযোগে গ্রেফতার করা হল ৪ সন্দেহভাজনকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অলোক বর্মার দিল্লির বাড়িতে।
সূত্রের খবর, এদিন অলোক বর্মার বাড়িতে দীর্ঘক্ষন ধরে নজরদারি চালাচ্ছিল ওই চার সন্দেহভাজন। বিষয়টি নজরে পড়ার পরই অলোক বর্মার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা গ্রেফতার করে ওই চারজনকে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই চারজন গয়েন্দা বিভাগেরই লোক। পুরো বিষয়টি জানতে চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত বুধবারই দুর্নীতির অভিযোগ ওঠার জেরে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অলোক বর্মাকে। তাঁর পরিবর্তে সিবিআইয়ের দায়িত্বে আনা ছয়েছে নাগেস্বর রাওকে।