Home Latest News দিনে-দুপুরে বোমাবাজিতে জখন তিন পড়ুয়া

দিনে-দুপুরে বোমাবাজিতে জখন তিন পড়ুয়া

0
দিনে-দুপুরে বোমাবাজিতে জখন তিন পড়ুয়া
Parul

ডেস্ক: ফের দিনে-দুপুরে বোমাবাজি শহরে৷ এবার ঘটনা পদ্মপুকুরে৷ মঙ্গলবার দুপুর এগারোটা নাগাদ পদ্মপুকুর মাঠে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়৷ যেখানে কমপক্ষে তিনজন স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়েছে৷ তাদের হাত ও গলায় আঘাত লাগে৷

কিন্তু কীভাবে এই বিস্ফোরণ ঘটল? কারাই বা এর সঙ্গে জড়িত? প্রত্যক্ষদর্শীদের দাবি অনুসারে, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মাঠ লক্ষ্য করে কিছু একটা ছোঁড়ে। তারপরেই প্রবল বিস্ফোরণ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইসলামিয়া হাইস্কুল থেকে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণির বেশ কয়েকজন ছাত্র। সেই সময় পদ্মপুকুর মাঠের সামনে হঠাৎই এই বিস্ফোরণ। তিন ছাত্রই আহত অবস্থায় সেখানে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাদের নিকটবর্তী চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ওই চার ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে এন্টালি থানার পুলিশ। বিষয়টি নিয়ে সকলেই ধন্দে রয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here