ডেস্ক: পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়ে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল বাংলার পাঁচ পর্যটকের। মৃতদের নাম নীহারেন্দু বিশ্বাস, ব্রজেন পাঠক ও তাঁর স্ত্রী আশালতা পাঠক, বিভাস পাঠক এবং লিলি পাঠক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সিকিমের নয়াবাজার থানার কাটারবোট এলাকায়। জানা গিয়েছে, ওই পর্যটকেরা একটি জাইলো গাড়ি করে কালুক যাচ্ছিলেন। ওই গাড়িতে চালক সহ গাড়িতে মোট ৮ জন ছিল। এরপর নয়াবাজার থানার কাটারবোট এলাকায় গাড়িটি উল্টে খাদের মধ্যে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ জনের, বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, উত্তর পরগনা জেলার বারাসাত, মছলন্দপুর এবং দমদম থেকে থেকে ১৩-১৪ জনের একটি দল সিকিমের গ্যাংটকে বেড়াতে গিয়েছিল। এদিন সন্ধ্যাবেলায় সবাই মিলে দুটি গাড়িতে ভাগ হয়ে কালুক বেড়াতে যাচ্ছিল। একটি গাড়ি সেখানে চলে গেলেও অন্য গাড়িটি না আসায় খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এরপরেই এই ঘটনা সবার সামনে উঠে আসে।