নিজস্ব প্রতিবেদক, বারাসাত: আসিফা ধর্ষণ ও খুনের নিয়ে গোটা দেশ যখন উত্তাল হলেও একের পর এক ঘটে চলেছে ধর্ষণ কাণ্ড৷ একের পর এক ঘটনা ঘটেই চলেছে শিশু কন্যা সন্তানদের সঙ্গে যৌন নির্যাতনের মত জঘন্য ঘটনা। এবার ফের এমনই ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগণার হাবড়ায়৷ হাবড়া থানার পুরাতন হাসপাতাল রোড এলাকার ঘটনা।
বৃহস্পতিবার সকালে একটি বছর পাঁচেকের শিশুকে নিজের ঘরে চা খাওয়ানোর নাম করে নিয়ে গিয়ে রবীন দে নামক বছর ৪৫-এর এক প্রতিবেশী ‘দাদু’ শিশুটিকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। শিশুটি বাড়িতে ফিরে এসে তার মায়ের কাছে ঘটনার কথা তৎক্ষণাত তাঁরা হাবড়া থানায় এসে অভিযুক্ত রবীন দে’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত রবীন দে’কে।
এই ঘটনায় নিগৃহীত শিশুটির পরিবার অবশ্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে শিশুকে যৌন হেনস্থার ধারায় মামলা করা হয়েছে ৷