ডেস্ক: মাও দমন অভিযানে ফের বড়সড় সাফল্য। তেলেঙ্গানা পুলিশের গ্রেহাউন্ড ও ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে ছত্তিশগড়ে খতম করা হল ৭ জন মাওবাদীকে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে। দুই রাজ্যের পুলিশের যৌথ বাহিনীর এই হামলায় মৃত ৭ মাওবাদীর মধ্যে ৫ জনই মহিলা সদস্যা।
সূত্রের খবর, এদিন ওই এলাকায় টহলদারি চালাচ্ছিল নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দুপক্ষের গুলির লড়াইয়ে খতম করা হয় ৭ জন মাওবাদীকে। শেষ পাওয়া খবরে, গোটা এলাকা ঘিরে ফেলে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। ওই এলাকায় এখনও বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ছত্তিশগড়ের সুকমাতে তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের গুলিতে শহিদ হন অনিল কুমার নামে এক সিআরপিএফ জওয়ান। সেই ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী। অন্যদিকে মহারাষ্ট্রেও সম্প্রতি খতম করা হয়েছে ১৩ জন মাওবাদীকে। এরইমাঝে এদিন মাও অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তাবাহিনী।