ডেস্ক: রাজ্য জুড়ে দুদিন ধরেই আকাশের মুখ ভার। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায়। কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গে বিগত তিনদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখনই সুখের বানী শোনাতে পারেনি হাওয়া অফিস। এদিন সকাল থেকেও আকাশের মুখ ছিল ভার। কলকাতা সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে গিয়েছে সকাল থেকে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ কলকাতায় মাঝারি বৃষ্টিপাত চলবে।
এর মধ্যে বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আছে তাঁর জন্যই মূলত গোটা রাজ্যজুড়ে দুদিন ধরেই বৃষ্টিপাত চলছে। এর জন্য বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। এদিন কলকাতায় বেশ কিছু জায়গায় জল জমে দুর্ভোগ শুরু হয়। পাশাপাশি জেলা জুড়ে একই দুর্ভোগের ছবি দেখা গিয়েছে। এই অবস্থা আগামী ৭২ ঘন্টা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যেহেতু ঘূর্ণাবর্ত এখনও গভীর তাই মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।