ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বিরাট সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। জম্মু কাশ্মীরের সোপিয়ান এবং অনন্তনাগ সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত সেনার গুলিতে খতম হয়েছে ৮ জঙ্গি। স্থানীয় সূত্রের খবর, জওয়ান বনাম জঙ্গি এনকাউন্টার এখনও সমান তালে চলছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই এক জঙ্গিকে জীবিত পাকড়াও করা সম্ভব হয়েছে।
শনিবার রাত থেকেই জঙ্গিদের সঙ্গে লড়াই শুরু হয় সেনাবাহিনীর। গোপন সূত্রে হিজবুল জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে হানা দেয় সেনাবাহিনী। জওয়ানদের দেখে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা হামলা চালায় সেনাও। প্রায় সারারাত এনকাউন্টার চলার পর রবিবার ভোরে ৭ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।
বিগত কয়েক মাসে এক দুদিন ছাড়াই ভারতীয় সেনার হাতে নিকেশ হয়েছে জঙ্গিরা। কিন্তু একসঙ্গে ৮ জঙ্গির নিকেশ হওয়ার ঘটনা বিরল। এই সাফল্যকে বড় করে দেখছে সেনাবাহিনী। এই সফল অপারেশনের পর আইজি মুনির খান জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের নাম গন্ধ তারা উপত্যকা থেকে মিটিয়ে দিতে চান।