sindhu kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: হায়দরাবাদের সোনার শাটলার পিভি সিন্ধুকে বিয়ে করতে চায় ৭০ বছরের এক বুড়ো৷ এই মর্মে তিনি জেলা শাসকের কাছে পিটিশন দাখিল করেছেন৷ তাতে স্পষ্ট লিখেছেন সিন্ধু তাঁকে বিয়ে করতে রাজি না হলে তিনি পিভিকে অপহরণ করবেন৷ এই শাটলারের উত্থান তাঁকে সিন্ধুপ্রেমী করে তুলেছে বলে পিটিশনে জানান তামিলনাড়ুর ৭০ বছরের বুড়ো মালয়াস্বামী৷ এমনকী নিজের জন্ম তারিখ তিনি ২০০৪ করেছেন৷ তামিলনাড়ুর রামানাথপুরমের ঘটনা৷ প্রতি মাসে এখানকার জেলা শাসক একটি সভাবসান৷ সেখানে স্থানীয় লোকেরা তাঁদের অভাব অভিযোগ দাখিল করেন৷

২৪ বছরের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এখন ভারত তথা আন্তর্জাতিক ত্রীড়া দুনিয়ায় আলোচিত নাম৷ বিশ্বব্যাডমিন্টন ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে তিনি এখন সেলিব্রেটি৷ আর তাঁকে খুব মনে ধরেছে বিয়ে পাগলা বুড়োর৷ এতটাই যে সিন্ধুকে পেতে নিজেকে ১৬ বছরের কচি ছেলে বলে দাবি করেছেন তিনি৷ তাঁর এ হেন আবদারে প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন জেলা শসাক৷ তিনি তাঁর পিটিশন নিতে চাইছিলেন না৷ তবে মালায়স্বামী ছাড়বার পাত্র নয়৷ শেষ পর্যন্ তাঁর গোঁতে এই পিটিশন নিয়েছেন জেলা শাসক৷

এই খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ এই নিয়ে নানা সরস মন্তব্য করেন নেটিজেনরা৷ তবে তাঁর এই সিদ্ধান্তে অটল মালয়াস্বামী৷ হায়দরাবাদের ২৪ বছরের তরুণী পিভি সিন্ধুকে তাঁর বউ হিসাবে চাইই৷ অকপটে সাংবাদিকদের জানালেন নিজের মনের কথা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here