ডেস্ক: পাকিস্তানের উদ্দেশ্যে এবার চরমতম হুঁশিয়ারি দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের বারংবার আক্রমণের সঙ্গে কীভাবে মোকাবিলা করা উচিত এই প্রসঙ্গে বিজেপি সভাপতির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পাকিস্তানের একটি বুলেটের জবাব হওয়া উচিত একটি করে বোমা।’
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাতকার দেওয়ার সময় শনিবার পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে শাহ এই মন্তব্য করেন। তিনি জানিয়ে দেন, পাকিস্তানের একটি বুলেটের জবাব একটি বোমা দিয়ে দেবে সেনাবাহিনী। তিনি বলেন, ‘এটাই এখন একমাত্র সমাধান। বুলেট ও বোমা মধ্যে শান্তি স্থাপনের আলোচনা করা সম্ভব না। সেনাবাহিনীর উচিত পাকিস্তানের প্রতিটি বুলেটের জবাব হিসেবে এক একটা বোমা ফেলা।’
এদিনের সাক্ষাতকারে উঠে আসে ফুলপুর ও গোরক্ষপুরে বিজেপির উপনির্বাচনের হার প্রসঙ্গও। বিষয়টি নিয়ে শাহ বলেন, কেন এমন পরাজয় হল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচন ও ২০১৯ লোকসভা নির্বাচন নিয়েও আত্মবিশ্বাসী শোনায় তাঁকে। বিজেপি সভাপতির দাবি, বিশাল ব্যাবধানে কর্ণাটক বিধানসভা নির্বাচন জিতবে তাদের দল। একই সঙ্গে ২০১৯ এও আরামেই বিজেপি জিতবে বলে দাবি অমিত শাহের।