Home Featured জর্জ গ্রুপ অব কলেজেস: ছাত্র-ছাত্রীদের ভরসা, ভবিষ্যতের পরিকল্পনা

জর্জ গ্রুপ অব কলেজেস: ছাত্র-ছাত্রীদের ভরসা, ভবিষ্যতের পরিকল্পনা

0
জর্জ গ্রুপ অব কলেজেস: ছাত্র-ছাত্রীদের ভরসা, ভবিষ্যতের পরিকল্পনা
Parul

নিজস্ব প্রতিবেদন: কেরিয়ার গড়তে দিশেহারা অবস্থা। স্কুলের পর বাড়ির ছেলেটা বা মেয়েটা কোন কলেজে, কোন বিষয় নিয়ে পড়বে তা ভেবেই দিশেহারা বাবা-মা। তারপর আবার চাকরি, উফ! রাতের ঘুম উড়ে যাওয়াই স্বাভাবিক। অথচ আমাদের সকলের চোখের সামনেই রয়েছে জর্জ গ্রুপ অব কলেজেস। ৬ টা ক্যাম্পাসে পড়ানো হচ্ছে ৩৬ টা কোর্স, সঙ্গে থাকছে চাকরির সুযোগ!

পড়ুয়াদের কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে বহু প্রতিষ্ঠান। কিন্তু তা পূরণ করে ক’জন? জর্জ কলেজেস এখানেও ব্যতিক্রমী এক উদাহরণ। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার ধারাবাহিকভাবে নিজেদের দায়িত্ব পালন চলেছেন তারা। এক জায়গায় থেমে না থেকে ভবিষ্যতের কথা ভেবে নিজেদের ব্যাপ্তি বৃদ্ধি করে চলেছে জর্জ কলেজেস। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনোলজিস- এর সঙ্গে যুক্ত হওয়ার পর ২০০৩ সাল থেকে একে একে যুক্ত হয়েছে ম্যাকাউট, এলএলবি, বি.এড এবং আরও অন্যান্য। সম্মতিক্রমে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এনসিটিই, বার কান্সিল অব ইন্ডিয়া ইত্যাদি। 
জর্জ গ্ৰুপ অফ কলেজের ডেপুটি ডিরেক্টর গৌতম সাহা জানিয়েছেন, ছাত্রছাত্রীদের এই কঠিম সময়ে প্রচুর অনলাইন ক্লাস তাঁরা করাচ্ছেন। এমনকি করোনা আবহে প্লেসমেন্টও তাঁরা দিয়েছেন বলে দাবি কলেজের ডেপুটি ডিরেক্টরের।

৩৬ টি কোর্সের মধ্যে রয়েছে-

‘ব্যাচিলরস ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’, ‘বিবিএ ইন একাউন্টিং, ট্যাক্সেশন, অডিটিং’, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন ব্যাংকিং, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইনসিওরেন্স’, ‘ব্যাচেলরস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন’, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন হার্ডওয়ার এন্ড নেটওয়ার্কিং’, ‘ব্যাচেলরস ইন হসপিটাল ম্যানেজমেন্ট’, ‘ব্যাচেলরস ইন মিডিয়া সায়েন্স’, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন মিডিয়া ল্যাব টেকনোলজি’, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন মাল্টিমিডিয়া, অ্যানিমেশন, এণ্ড গ্রাফিক্স ডিজাইন’, ‘ব্যাচেলরস ইন স্পোর্টস ম্যানেজমেন্ট’, ‘ব্যাচেলরস ইন ট্রাভেল এণ্ড টুরিজম ম্যানজমেন্ট’, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন অটোমোবাইল সার্ভিসিং টেকনোলজি’, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস’, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন বিউটি এণ্ড অ্যাসথেটিক্সট, ‘ব্যাচেলরস ডিগ্রী ইন ইন্টেরিয়র ডিজাইন’, ‘ব্যাচেলরস ইন অপটিমেট্রি’, ‘বিএসসি ইন আইটি (ডাটা সাইন্স), ‘‘বিএসসি ইন আইটি (সাইবার সিকিউরিটি)’, ‘বিএসসি ইন আইটি (আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স)’, ‘বিএসসি ইন আইটি (বিগ ডাটা অ্যানালিটিক্স)’, ‘বিএসসি ইন ম্যাথমেটিক্স এণ্ড কম্পিউটিং’, ‘বিবিএ (গ্লোবাল বিজনেস)’, ‘এমএসসি (ক্লিনিক্যাল সাইকোলজি)’, বিএ এলএলবি, এলএলবি, বিএড, ডিএলএড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here