news bengali kolkata

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: সাত সকালে হাসপাতালের সামনের নর্দমায় পড়ে আছে পচাগলা দেহ। আর এই দেহ উদ্ধারকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, কোনও হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের।

অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবার। আউটডোরের সামনের নর্দমায় পড়ে আছে এক ব্যাক্তির পচাগলা দেহ। মৃতদেহের বাম পায়ে গভীর ক্ষত রয়েছে। সেই ক্ষতস্থানে পচনও ধরেছে। সংক্রমণ স্থানে মাছি ভনভন করছে। পায়ে সংক্রমণের কারনেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের। এলাকাবাসীর আশঙ্কা এর থেকে ছড়াতে পারে রোগ ও দূষণ। এলাকা জুড়ে ছড়িয়েছে দুর্গন্ধ। অভিযোগ, মৃতদেহ সরানোর ব্যাপারে উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের।

দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী করে মৃত্যু, কেনই বা নর্দমায় দেহ তা নিয়ে ধোঁয়াশা। হাসপাতালে রোগী ভর্তি হয়েছিল নাকি চিকিৎসার অবহেলাতেই মৃত্যু তা নিয়ে উঠছে প্রশ্ন। দাবি উঠেছে সঠিক তদন্তের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here