Home Latest News পাঁচ বছরের শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

পাঁচ বছরের শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

0
পাঁচ বছরের শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
Parul

নিজস্ব প্রতিবেদক,ডোমকল: চকোলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জেলার ডোমকল থানার অন্তর্গত ফকিরাবাদ গ্রামে। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে ওই শিশুকন্যাটি বাড়ি ছিল না। বিকেলে বাড়ি ফিরলে সে অসুস্থ হয়ে পড়ে। হতে থাকে যৌনাঙ্গ থেকে ব্যাপক রক্তক্ষরণ। সেই সময় বাড়ির সকলে তাকে জিজ্ঞেস করলে সে পুরো বিষয়টি জানায় এবং শিশুটিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।

পরিবার পক্ষ থেকে জানা গেছে, মাসুম মন্ডল নামে স্থানীয় এক যুবক চকোলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাইকেলে চাপিয়ে ওই শিশুটিকে নিয়ে যায়। তাকে চকোলেট কিনে দেওয়ার পর স্থানীয় একটি শালবাগানে নিয়ে গিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় মাসুম। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং যৌনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরনের কারন জিজ্ঞাসা করতেই সে পুরো ঘটনা তার পরিবারের লোকজনকে খুলে বলে। শিশুটির মুখে সব শোনার পরে নির্যাতিতার বাড়ি লোক সহ স্থানীয় বাসিন্দারা চড়াও হয় মাসুমের বাড়িতে,তাকে ঘরে আটকে রাখে তারা। শেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডোমকল থানার পুলিশ অ্যারেস্ট করা হয় অভিযুক্ত যুবককে। পাশাপাশি শিশুটির চিকিৎসাও করা হয়। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here