kolkata news

মহানগর ওয়েবডেস্ক : আজ বিশ্বজুড়ে এই টালমাটাল অবস্থায় কবিতার মাধ্যমে জোট বাঁধার ডাক দিচ্ছেন একদল শিল্পী। বাস্তববাদী ও প্রাসঙ্গিক কবিতা নিয়ে এই লকডাউনে হাজির ‘অভতার’ (অ্যাসোশিয়েশান অফ ভয়েস ওভার আর্টিস্টস, ট্রান্সক্রিপটার্স অ্যান্ড সাউন্ড রিরেকর্ডিস্টস অফ কোলকাতা) করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের পর এই সংস্থার তরফ থেকে ৪৪ জন শিল্পী করোনা আতঙ্কে সকলকে সতর্ক করতে কবিতার মাধ্যমে গলা মেলালেন শিল্পীরা। সংগঠনের সাধারণ সম্পাদক অদ্রিজ চৌধুরীর লেখা কবিতা পাঠ করেছেন তাঁরা। পরিকল্পনা ও পরিচালনা করেছেন অদ্রিজ চৌধুরী। সঙ্গীতের দিকটা সামলেছেন অর্ঘ ঘোষ, মিক্সিং কৃষেন্দু মন্ডল, ভিডিও সম্পাদনা করেছেন অভীক চক্রবর্তী৷
অডিও ভিডিওটিতে অংশ নিয়েছেন জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, কৌশিক, নমিতা চক্রবর্তী, সুদীপ মুখার্জী, মানসী সিনহা ও প্রবীর দত্ত৷ এদের মধ্যে মানসী, সুদীপ, কৌশিক, প্রবীর ও নমিতা অভিনয়ের সঙ্গেই নিয়মিত ভয়েস ওভার ও ভয়েস ডাবিং এর সঙ্গে যুক্ত। এই দুর্দিনে তাঁরা তাঁদের দায়িত্ব ভুলে না গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য ‘অভতার’-এর পাশে এসে দাঁড়িয়েছেন ৷

এই অডিও ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রখ্যাত গীতিকার ও কবি কিংশুক চট্টোপাধ্যায়ের কন্যা ‘লাবন্যা’ কে। করোনা’র সঙ্গে যুদ্ধে অডিও ভিডিও’র মধ্যে কবিতা পাঠের মাধ্যমে শিল্পীরা বোঝাতে চাইছেন আমাদের বর্তমান ও আগামী দিনগুলির পরিস্থিতি। একই সঙ্গে স্বপ্ন দেখছেন ও ডাক দিচ্ছেন সম্পূর্ণ নতুন এক দেশ গড়ার যা বর্তমানের থেকে সম্পূর্ণ আলাদা৷

এই বিষয়ে সংগঠনের সভাপতি শ্রী শংকরী প্রসাদ মিত্র জানিয়েছেন, ‘অভতার’ সদস্যরা পরবর্তী সময়ে পথে নেমে সরকারকে সাহায্যের জন্য সাধারণ মানুষকে বোঝাবেন ও সর্বদা সরকার ও সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here