odisha news

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিডি বিড়লার পর ফের শহরের বুকে নামী ইংরেজী মাধ্যম স্কুলে যৌন হেনস্থার শিকার এক ছাত্রী৷ মোমিনপুরের এক নামী ইংরেজীমাধ্যম স্কুলে ঘটে ঘটনাটি৷ যৌন হেনস্থার শিকার হয় কেজি নার্সারির এক ছাত্রী৷ স্কুলের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর তিন ছাত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার স্কুল থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়ে বছর তিনের ওই ছাত্রী৷ শিশুটির বাবা-মা তাকে চিকিত্সকের কাছে নিয়ে গেলে চিকিত্‌সক তার স্বাস্থ্য পরীক্ষা করে জানায় যৌন হেনস্থা করা হয়েছিল ওই ছাত্রীকে৷ এরপরেই ঘটনায় অভিযুক্ত ওই তিন ছাত্রী কথা তার বাবা -মাকে জানায় শিশুটি৷ বুধবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে৷ শিশুটির অভিভাবকের দাবি, সাসপেন্ড করা হোক ওই তিন ছাত্রীকে৷ পাশাপাশি পড়ুয়াদের সুরক্ষার ব্যবস্থা নিক স্কুল কর্তৃপক্ষ৷ স্কুলের সামনে আজ বিক্ষোভ দেখান ওই ছাত্রী অভিভাবক সহ অন্যান্য অভিভাবকরা৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here