Parul

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশী সহ তিন ভারতীয় এবং তিন শিশু। ঘটনাটি ঘটেছে নদিয়া ধানতলা থানা এলাকার ঝোরপাড়া সীমান্তবর্তী এলাকায়।

ads

সূত্রের খবর, মঙ্গলবার ধানতলা থানার ঝোরপাড়া সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন বেশ কয়েকজন ব্যক্তি, বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা মিলন কর্মকার, ভারতীয় অরূপ মন্ডল, সোনামনি মন্ডল, আনোয়ারা বিবি সহ তিন শিশু।তাদের দেখে সন্দেহ হওয়ায় বিএসএফ কর্মীরা প্রাথমিকভাবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এরপরই বিএসএফ কর্মীরা জানতে পারে তারা বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করছিল। সঙ্গে যে কজন  ভারতীয় ছিল তারা অবৈধভাবে প্রথমে বাংলাদেশে প্রবেশ করেছিল সেই কারণে তাদেরকেও গ্রেফতার করা হয়।এর পরেই তাদের আটক করে ধানতলা থানার হাতে তুলে দেয়।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেফতার করে। তাদেরকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here