ডেস্ক: কথা ছিল ৩১ মার্চ। কিন্তু তার ঠিক চারদিন আগেই সময়সীমা বেড়ে গেল তিন মাস। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করার সময়সীমা বাড়িয়ে করা হয় ৩০ জুন। এমনটাই জানালো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (CBDT)। এই নিয়ে মোট চারবার প্যানকার্ডের সঙ্গে আধার কার্ড যোগের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি সুপ্রিমকোর্ট তার একটি রায়ে জানায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের ব্যাপারে সাধারণ মানুষকে বাধ্য করা যাবে না। মামলা শেষ না হওয়া পর্যন্ত আধার সংযুক্তিকরণের সময়সীমা অনির্দিষ্ট কালের জন্য বাড়াতে হবে। তবে জনকল্যাণমূলক ক্ষেত্রগুলিতে আধার সংযুক্তিকরণ করতে পারে কেন্দ্র। আদালতের এই রায়ের পর। মঙ্গলবার সিবিডিটির তরফে একটি অর্ডার রিলিজ করা হয়। সেখানে জানানো হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা বিবেচনা করে এই মেয়াদ বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এই নিয়ে কেন্দ্রের তরফে চারবার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। এর আগে ১ জুনের মধ্যে প্রত্যেক ভারতবাসীকে তার প্যান কার্ডের সঙ্গে আধার যোগ করা বাধ্যতামূলক জানায় কেন্দ্র। কিন্তু আদালতের রায়ে পরিবর্তিত হয় সেই সময়সীমা। শেষে আরও একবার সময়সীমা পরিবর্তনের পর, শেষবার সময়সীমা ছিল ৩১ মার্চ। আদালতের রায়ে তা পিছিয়ে বর্তমানে কেন্দ্রের তরফে সময়সীমা দেওয়া হল ৩০ জুন। আগামীদিনেও যে এই সময়সীমা বাড়বে না, তা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।