news entertainment

মহানগর ওয়েবডেস্ক: গতকাল রাতেই জানা যায় নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। তার করোনা রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত মুম্বইয়ের নানা বতী হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই জানা যায় তার পুত্র অভিনেতা অভিষেক বচ্চন ও করোনাতে আক্রান্ত। তাকেও ওই হাসপাতালেই গতকাল রাতে ভর্তি করা হয়।

এদিন সকালে জানা গিয়েছে দুজনেই সুস্থ হচ্ছেন। গতকাল একটি লাইভ ভিডিও করে সকলকে জানিয়ে ছেন অমিতাভ।

অভিষেক গতকাল রাতেই টুইট করে জানান, তাদের দুজনের মৃদু উপসর্গ চিলজ তারপর টেস্ট করায় করোনা ধরা পড়ে তাদের শরীরে। আপাতত তারা মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। চিন্তার কোনও বিষয় নেই বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে।

অমিতাভ বচ্চন আপাতত ভর্তি রয়েছেন আইসোলেশন ইউনিটে। ইতিমধ্যেই বৃহনমুম্বই পুরসভার তরফ থেকে জীবাণুমুক্ত করা হয়েছে অমিতাভের বাংলো। এরই সঙ্গে আরও দুই বাংলো জীবাণুমুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

গতকাল রাতেই অমিতাভ ও অভিষেকের করোনা নিয়ে টুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। অপরদিকে বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে গতকাল রাতেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর আজ দুপুরে অমিতাভ বচ্চনের দ্বিতীয় করোনা পরীক্ষা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here