ডেস্ক: বেশ কয়েকদিন ধরে অশান্তি ও গন্ডগোলের জেরে পিছিয়ে ছিল জন আব্রাহামের সিনেমা ‘পরমানু দ্য পোখরান কান্ড’। এবারে সেই সিনেমাকে কেন্দ্র করে জন আব্রাহামের বিরুদ্ধে অভিযোগ গেল থানায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি এই সিনেমার টাকা নিয়ে তছরুপ করেছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন এই সিনেমার অন্যতম প্রযোজক প্রেরনা আরোরা। তাঁর প্রযোজনা সংস্থা ক্রিরাজ প্রযোজনা জানিয়েছেন জন এই সিনেমার নামে টাকা হাতিয়েছেন। বেশ কিছুদিন ধরে জন ও তাঁর সঙ্গে ওই প্রযোজনা সংস্থার অশান্তির জেরে সিনেমার মুক্তির আগেই তাঁদের মধ্যে থাকা সমস্ত চুক্তি ভেঙ্গে দেন।
জন হলেন এই সিনেমার অন্যতম প্রযোজক। তাই হঠাৎ-ই জন নিজের আলাদা হওয়ার ঘটনার জেরে অন্য প্রযোজকরা জনের বিরুদ্ধে মামলা করেন। বেআইনিভাবে চুক্তি ভাঙা,প্রতারণা ইত্যাদি মামলায় টাকা তছরুপ ও কপিরাইট ভাঙার জন্য মামলা করা হয়েছে। জনের নোটিশের ভিত্তিতেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রযোজনা সংস্থা আরও অভিযোগ তোলেন, চুক্তির সময় দেওয়া প্রতিশ্রুতি জনের সংস্থা পূরণ করেনি। এই সিনেমাতে জনের বিপরীতে দেখা যাবে ডায়না পেন্টিকে। এর আগেও পরিচালক অভিষেক কাপুরের সাথে আইনি মামলায় জড়ায় এই প্রযোজনা সংস্থা। ‘কেদারনাথ’ সিনেমার মুক্তি নিয়ে সেই মামলা এখনও চলছে।