kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: মহাবলীপুরমের সমুদ্র সৈকতে মর্নিং ওয়াকে বেরিয়ে গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সৈকতের বালুরাশির মাঝে পড়ে থাকা প্লাস্টিক আবর্জনা হঠাতই চোখে পড়ে প্রধানমন্ত্রীর৷ ব্যাস ওমনি একটি বড় প্লাস্টিক কাঁধে নিয়ে সেই নোংরা পরিষ্কার করতে শুরু করে দেন তিনি৷ শনিবার সকালের সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ তবে এই ভিডিও নিয়েই টুইট করে বিদ্রুপে মাতলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ৷

নিজের টুইটার হ্যান্ডেলের প্রকাশ রাজ এই ভিডিও নিয়ে একাধিক প্রশ্ন তোলেন৷ তিনি মোদীর ভিডিওটির পোস্ট করে তার সঙ্গে লেখেন, আমাদের রাষ্ট্রনেতার নিরাপত্তা কোথায়? কেন একজন ক্যামেরাম্যানের সঙ্গে এভাবে একা ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে? সংশ্লিষ্ট দফতরের কী সাহস যে, বিদেশি প্রতিনিধিদল শহরে আসছে জেনেও সমুদ্র সৈকতকে এ ভাবে নোংরা রেখে দিল! কেন আগে থেকে পরিষ্কার করা হল না?

 ব্যাঙ্গ বিদ্রুপের সহিত নমোকে বিঁধে এই টুইট আদতে যে মোদীর জনপ্রিয় হওয়ার চেষ্টা তা বলতে পিছপা হননি তিনি৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিদ্রুপের খোলসে মুড়ে সেই কথাই বলতে চেয়েছেন প্রকাশ রাজ৷ তিনি আসলে বলতে চেয়েছেন, সবটাই ফুটেজ খাওয়ার জন্য করছেন মোদী৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরোধীতায় একাধিকবার সোচ্চার হতে দেখা গিয়েছে দক্ষিণী এই অভিনেতাকে৷ তা গৌরি লঙ্কেশ হত্যাকাণ্ড হোক বা ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মীদের জেলে বন্দি করা হোক৷ তিনি সবসময়ের প্রতিবাদী মুখ৷ এবার আবারও সেই একই ভঙ্গিতে নমোকে বিঁধলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here