মহানগর ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। তিনি এই মুহুর্তে কাজ করছিলেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে।
সূত্র মারফত জানা গিয়েছে, গত বুধবার শ্যুটিংয়ের সময় জ্বর-জ্বর ভাব দেখে করোনা টেস্ট করান দেবযানী। তারপরেই রিপোর্টে অভিনেত্রী ও তার ছেলের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। অভিনেত্রী পরিবারের বাকি সদস্যেদের টেস্ট করিয়েছেন বলে জানা গিয়েছে।
আপাতত হোম আইসোলেশনে রয়েছেন দেবযানী। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসায়, ওই ধারাবাহিকে অভিনীত বাকি সদস্যদের প্রতি বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে অভিনয়ে ছুটি নেবেন না তিনি। জানা গিয়েছে দেবযানী চট্টোপাধ্যায় বাড়ি থেকেই শ্যুটিং করে যাবেন তার ধারাবাহিকের।