kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: এক কথায় বলা যেতে পারে বলিউডে বিয়ের সানাই বেজে গিয়েছে। একে একে সব তারকারাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আদিত্য রায় কাপুর। সূত্রের খবর, মডেল-গার্লফ্রেন্ড ডিভা ধাওয়ানের সঙ্গে বিয়ে করতে চলেছেন অভিনেতা। কয়েক মাসের মধ্যেই বাগদান পর্ব সেরে ফেলার পরিকল্পনায় রয়েছেন আদিত্য-দিভা। এরপর ২০২০-তে সাত পাকে বাঁধা পড়বেন এই লাভ বার্ডস। আদিত্যকে দেখা গিয়েছিল ‘কলঙ্ক’ ছবিতে। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরকে ডেট করছিলেন এবং সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান। দুজনেই বিয়ে করার পরিকল্পনা করছেন। শ্রদ্ধা কাপুরের সঙ্গে বিচ্ছেদে হওয়ার পরেই অভিনেতার নাম জড়িয়েছিল সোনাক্ষী সিনহার সঙ্গে। ‘কলঙ্ক’-এর শ্যুটিংয়ের সময় একে অপরকে ডেট করছিলেন বলে এমনই খবর শোনা যায়। তবে এবার ডিভার সঙ্গে বিয়ের খবরে বলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। করণের চ্যাট শো’তে এসে আদিত্য জানিয়ে ছিলেন,’ডিভা খুবই ভালো মেয়ে এবং আমার পুরনো বন্ধু। একটি ফ্যাশন শো’য়ের মাধ্যমেই আমাদের আলাপ হয়। এরপর আমরা ভালো বন্ধু হয়ে যাই। আমরা একসঙ্গে ডিনারে গিয়েছিলাম। এরপরেই আমাদের নিয়ে কথা শুরু হয়।’ যদিও বিয়ের বিষয়ে আদিত্য বা ডিভা কেউই মুখ খোলেননি।

উল্লেখ্য, অভিনেতাকে দেখা যাবে ‘সড়ক ২’ ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ ভাট। মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, পূজা ভাট, সঞ্জয় দত্ত এবং যিশু সেনগুপ্তকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here