ডেস্ক: টানা ১৬ দিন দেশবাসীর পকেটে রীতিমতো কাঁচি চালানোর পর অবশেষে কিছুটা মাথা নত করল দুর্মূল্য পেট্রোল ডিজেল। মঙ্গলবারের অস্বস্তি কাটিয়ে বুধবার এক ধাক্কায় পেট্রোলের দাম কমল ৫৯ পয়সা। অন্যদিকে, ডিজেলের দামেও দর কমেছে ৫৬ পয়সা।
মঙ্গলবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যেখানে ছিল ৮১.০৬ ও ৭১.৮৬ টাকা। বুধবার সেটাই নেমে দাড়াল লিটার পিছু পেট্রোলের দাম ৮০.৪৭ টাকা ও ডিজেল ৭১.৩০ টাকা। একিরকমভাবে দাম কমেছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও। দিল্লিতে পেট্রোলের দাম নেমে দাড়িয়েছে ৭৭.৮৩ টাকা, মুম্বইতে ৮৫.৬৫ টাকা ও চেন্নাই ৮০.৮০ টাকা। কমেছে ডিজেলের দামও দিল্লি মুম্বই এবং চেন্নাইতে ডিজেলের দাম যথাক্রমে ৬৮.৭৫, ৭৩.২০,৭২.৫৮ টাকা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তেলের দাম ক্রমাগত বাড়তে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল দেশবাসীর মনে। কেন্দ্রীয় সরকার এবিষয়ে আলচনার মাধ্যমে দ্রুত হস্তক্ষেপ করবে বলে জানালেও, টানা ১৬ দিন ধরে ক্রমাগত বাড়তেই থাকে তেলের দাম। জানা গেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমায় বুধবার দেশজুড়ে কিছুটা হলেও কমেছে তেলের দাম।