নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে টানা দেড় ঘণ্টা জেরার পর ফিরে গেলেন সিবিআই আধিকারিকরা। ১.১৫ মিনিট নাগাদ সিবিআই আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে যান। পুরো জেরাপর্ব ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলে জানা গিয়েছে। জেরার সময় ছিলেন মহিলা অফিসাররা। তবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ নিয়ে সিবিআর আধিকারিকরা সংবাদমাধ্যমে কিছু বলেননি।
গতকাল সিবিআইকে চিঠি লিখে রুজিরা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আজ কথা বলতে পারেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। সেইমতো তিনি সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সময় দিয়েছিলেন। একইসঙ্গে বলেছিলেন, সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে এলে কোনও আপত্তি নেই। এই চিঠি পাওয়ার পর সিবিআই আজ সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসে। উল্লেখ্য, আজ সকালে সিবিআই আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র কয়েক মিনিট তিনি সেখানে ছিলেন। এরপর তিনি বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিবিআই চলে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে। প্রায় ঘণ্টা দেড়েক জেরার পর সিবিআই টিম ফিরে যায়।
আজ সিবিআই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসার আগে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় ১৮৮-এ শান্তিনিকেতন বিল্ডিং-এর সামনে। কালীঘাট-সহ আশপাশের কয়েকটি থানা থেকে আধিকারিকদের পাশাপাশি বহু পুলিশকর্মীকে সেখানে মোতায়েন হতে দেখা যায়।