hrithik-rakesh

Highlights

  • ‘কহো না প্যাঁর হে’-র সাফল্যের পর সারারাত কেঁদেছিল হৃত্বিক
  • স্টুডিওতে যেতে চাইছিলেন না অভিনেতা, বললেন রাকেশ রোশন
  • প্রথম ছবি ‘কহো না প্যাঁর হে’

 

মহানগর ওয়েবডেস্ক: ভাবতেই পারেননি প্রথম ছবি দিয়ে বাজিমাত করবেন তিনি। একরাতের মধ্যেই স্টার হয়ে গেলেন। নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলেন হৃত্বিক রোশন! প্রথম ছবি ‘কহো না প্যাঁর হে’-র অপ্রত্যাশিত সাফল্যের পর হাজার হাজার ভক্ত হৃত্বিকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু এদিকে, অভিনেতা ঘরের ভেতরে সারারাত ধরে কাঁদেন এবং বলেন, এই সাফল্য তিনি সামলাতে পারবেন না, জানালেন বাবা রাকেশ রোশন।

সম্প্রতি এক সাক্ষাতকারে রাকেশ রোশন বলেছেন, ‘আমার মনে আছে সেই ঘটনার কথা। তিন, চারমাস পরে ছবি (কহো না প্যাঁর হে)মুক্তি পায়।সেদিন সারারাত ঘরের ভেতরে বসে কেঁদেছিল হৃত্বিক। সে আমায় বলে, ‘আমি নিতে পারব না। আম কাজ করতে পারব না। আমি স্টুডিয়োয় যাবো না। সেখানে অনেক ছেলে-মেয়েরা আমার সঙ্গে দেখা করতে আসে। আর আমি কাজে মনোযোগ দিতে পারব না। সবাই আমার সঙ্গে দেখা করতে চায় বলছে।’

পরিচালক আরও বললেন, ‘আমি তারপর ওঁকে বিষয়টি বোঝালাম। তোমাকে এই বিষয়টি ভালভাবে গ্রহণ করতে হবে। অনেকের আশীর্বাদ রয়েছে। কাজের পাশাপাশি এই সমস্ত জিনিসকে মানিয়ে নিয়ে চলতে হয়। বোঝা হিসেবে নিতে নেই। শেষমেষ হৃত্বিক বিষয়টি বুঝতে সফল হয়।’

bengali news

২০০০-র ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল বলিউডের ‘গ্রীক গড’-এর প্রথম ছবি ‘কহো না প্যাঁর হে’। ছবির বাজেট ছিল ১০ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে ৮০ কোটি টাকার ব্যবসা করে। ডেবিউ ছবি দিয়েই সকলের মন জয় করে নিয়েছিলেন হৃত্বিক রোশন। সঙ্গে ছিলেন আমিশা প্যাটেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here