ডেস্ক: রবিবারের পর আবারও আবহাওয়া বিঘ্ন ঘটতে চলেছে। দুদিন আগের বৃষ্টিতে বঙ্গে তাপমাত্রা কমেছিল কিছুটা। কিন্তু বুধবার সকাল থেকে তাপমাত্রার পারদ ফের ঊর্দ্ধমুখী। ঝাড়খন্ড সনলগ্ন ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা জুড়ে তৈরি হয়েছে ঘূর্নাবর্ত। অপরদিকে সঙ্গে রয়েছে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব। সেই জন্য আরও একটি ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে। আর এই জন্য আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরে হয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
মূলত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রামের মত বিস্তীর্ন এলাকায় এই দুর্যোগ দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই অবস্থা আগামীকাল থেকে বেশকিছুদিন চলবে বলে জানা গিয়েছে। প্রধানত বিকেলের দিকে তীব্র ঝোড়ো হাওয়া এর পাশাপাশি প্রচুর পরিমানের বৃষ্টিপাতের সম্ভাবানও তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাতাসে জলীয় বাস্পের পরিমান বাড়তে শুরু করেছে। যার জন্য ঘূর্নাবর্তের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।