kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ‘বাহুবলী’ দিয়ে বলিউডে সবার মনে জায়গা করেছেন সাউথ স্টার প্রভাস। এখন ‘সাহো’-র মুক্তির অপেক্ষায় অভিনেতার অগণিত ভক্তরা। জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রভাস-শ্রদ্ধাও। রাজা মৌওলির ‘বাহুবলী’ দিয়ে বলিউডে যেভাবে অভিনেতা জনপ্রিয়তা অর্জন করেছেন, পরবর্তী ছবিতে সেই একই জনপ্রিয়তা থাকবে কিনা এই বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন প্রভাস। অভিনেতা জানান, এরপর তিনি আর কোনও বিগ বাজেটের ছবিতে কাজ করবেন না। ছোট বাজেটের ছবিতে কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেন তিনি। প্রভাস বলেন, ‘বড় বাজেটের ছবিতে কাজ করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এমনকি চাপে থাকতে হয়। কারণ, প্রোডাকশনে অনেকটা সময় লেগে যেত। ছয় বছরে মাত্র ৩ টে ছবিতে কাজ করেছিলাম। বুঝতেই পারছেন কতটা সময় লেগে যায়। তাছাড়াও শ্রদ্ধাকেও প্রায় ২ বছর এই সিনেমার জন্য আটকে থাকতে হয়েছিল।’

‘বাহুবলী’-র প্রসঙ্গে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এই ছবির মাধ্যমেই খ্যাতি অর্জন করেছি। দর্শকেরা আমাকে চিনতে শুরু করেছেন। আমি জানি না ‘সাহো’, ‘বাহুবলী’-র মতো অতো বেশি ব্যবসা করতে পারবে কিনা। শুধুমাত্র আমি আমার দর্শকদের বিনোদন দিতে চাই। আমার এক বন্ধু বলেছিল, গুজরাতি বাচ্চারাও ‘বাহুবলী’ ছবির গান গেতে শুরু করেছে। তারা আমাকে এত বেশি পছন্দ করেছে সে সবসময়ই একটা চাপে থাকতে হয়। সত্যি বলতে, ‘সাহো’-র জন্য অনেক রাত আমায় জেগে কাটাতে হয়েছিল। মানসিকভাবে চাপে আছি। এত বেশি প্রেসার রয়েছে যে জানি না কী হবে।’ ছবিটি ৩০ অগস্ট মুক্তি পাবে। মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মন্দিরা বেদী এমি শর্মার মতো কলাকুশলীরা। হিন্দি, তামিল এবং তেলেগুতেও মুক্তি পাবে ‘সাহো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here