মহানগর ডেস্কঃ ‘নদীয়ো পার’ গানে যেন রীতিমতো আগুন ঝরালেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘রুহির’ ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের নজর কাড়তে শুরু করেন জাহ্নবী। সিনেমার ট্রেলারের পর এবার ‘নদীয়ো পার’-এ আইটেম গানে কোমর দোলালেন শ্রীদেবী-কন্যা। জাহ্নবী কাপুরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা হু হু করে ভাইরাল হয়েছে।
গুঞ্জন সাক্সেনার পর রুহির শ্যুটিং শুরু করেন জাহ্নবী। যদিও রুহিতে জাহ্নবীকে কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা শুরু হয়। এরপরই প্রকাশ্যে আসে রুহির ট্রেলার। যেখানে রাজকুমার রাও এবং বরুণ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় জাহ্নবীকে। রুহির এই আইটেম নম্বরের জন্য বেশ কিছুদিন ধরেই জাহ্নবীকে অন্যরকম অবতারে দেখা যায়। যা দেখে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নেন অভিনেত্রী।
View this post on Instagram
ধড়ক দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এই সিনেমায় ঈশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। ধড়কের পর গুঞ্জন সাক্সেনায় শক্তিশালী ভমিকায় দেখা যায় জাহ্নবী কাপুরকে।এবার রুহিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন জাহ্নবী।