ডেস্ক: ফের বাড়ল পেট্রোল ডিজেলর দাম। মাথায় হাত শহরবাসীর। টানা ১৪ দিন ধরে বেড়ে চলেছে পণ্য জ্বালানির দাম। দৈনন্দিন বাজারে এর ব্যপক প্রভাব পড়ছে দৈনন্দিন বাজারে।কলকাতায় সোমবার লিটার পিছু পেট্রোলের দাম ৮০ টাকা ৯১ পয়সা। ডিজেলর দাম ৭১ টাকা ৭২ পয়সা। শনিবার কলকাতায় পেট্রোলর দাম ছিল লিটার প্রতি ৮০.৬১ পয়সা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য অনুসারে জিএসটি চালু হলেই এক ধাক্কায় অনেকটাই কমতে পারে পেট্রোল,ডিজেলর দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে সাধারণ মানুষের প্রশ্ন একটাই,পণ্য জ্বালানির উপর জিএসটি কি আদৌ চালু হবে? হলেও তা কবে?