ডেস্ক: পুজোর মুখে মেট্রো বিভ্রাট। নাজেহাল যাত্রীরা। সধারণত সময় বাঁচাতেই সবাই মেট্রোতে যেতেই পছন্দ করেন। কিন্তু এখন সেই মেট্রো চড়েও নিত্যযাত্রীদের হাল বেহাল হয়ে যাচ্ছে। রোজদিনই হয় আত্মহত্যা নয়ত আবার টেকনিক্যাল অসুবিধার কারণে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে গিয়ে সমস্যার শিকার হচ্ছেন। যার জেরে কলকাতা বাসীর ভোগান্তির অন্ত থাকছে না। আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। প্রত্যেক স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রো ছাড়তে বিলম্ব করছে। ফলে যাত্রীদেরও নিজের গন্তব্যে পৌঁছাতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে। শুধু তাই নয় যাত্রীরা দীর্ঘক্ষণ মেট্রো স্টেশনে অপেক্ষা করেও মেট্রো পাচ্ছেন না। তাই মেট্রো চড়ে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোন। নাহলে আপনার ভাগ্যেও একই দুর্ভোগ অপেক্ষা করছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধুমাত্র কলকাতার যাত্রীদেরই মেট্রোয় ভোগান্তি হচ্ছে এমন ধারণা থাকলে তা ভুল আগেই বলে রাখা প্রয়োজন। আজ সকালী হায়দরাবাদে মেট্রোতেও প্রযুক্তির গোলযোগের কারণে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ছিল মেট্রো। তারই মাঝে আচমকা বন্ধ হয়ে বিদ্যুৎ সাপ্লাই। ফলে মেট্রোর মধ্যেই আটকে পড়ে বহু যাত্রী। ঘটনাটি ঘটেছে মিয়াপুর থকে আমিরপেট যাওয়ার পথে মেট্রোর বালানগর আম্বেদকার স্টেশনে। আচমকা মট্রো বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেমে আসে মেট্রো জুড়ে অন্ধকার। ফলে ভয়ে পেয়ে যান যাত্রীরা। এইভাবে একঘন্টা মেট্রো বন্ধ থাকার পর যাত্রীরা ক্ষুব্ধ হয়ে তাকা ফেরতের দাবি জানান। শুরু হয় মেট্রো স্টেশন জুড়ে বিক্ষোভ। অবশেষে মেট্রোপুলিশের সহায়তায় পরিসস্থিতি সামাল দেওয়া হয়।