kolkat bengali news

মহানগর ওয়েবডেস্ক: ফের নাশকতার বড়সড় ছক ভেসতে দিল জম্মু কাশ্মীর পুলিশ৷ আটক আগ্নেয়াস্ত্রবোঝাই একটি ট্রাক৷ জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে তিনজনকে৷

বৃহস্পতিবার সকালে কাঠুয়া থেকে অস্ত্রবোঝাই ওই ট্রাকটিকে আটক করে পুলিশ৷ জানা গিয়েছে, অমৃতসর থেকে কাশ্মীর আসছিল ট্রাকটি। ট্রাকের ভিতর থেকে ৬টি একে ফরটি সেভেন রাইফেল উদ্ধার হয়েছে এবং তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা শুরু হয়ে গিয়েছে তদন্ত। খোঁজ চালানো হচ্ছে কাদের কাছে এতগুলি এ কে ৪৭ রাইফেল পৌঁছে দেওয়া হচ্ছিল৷ কারাই বা পৌঁছে দিচ্ছিল তা। অমৃতসর থেকে কাশ্মীরে আসছিল ট্রাকটি৷ ট্রাকটিতে অবশ্য জম্মু-কাশ্মীরের নম্বর প্লেট রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে সুহিল লাটু বলে এক ব্যক্তির নামে৷ গাড়িটি চালাচ্ছিন পুলওয়ামার বাসিন্দা জাভিদ দাড় নামে এক ব্যক্তি।

পুলিশের তত্পরতায় ফের বানচাল হয়ে গেল জঙ্গি হামলার বড়সড় ছক৷ গতকালই নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় লস্কর জঙ্গি আসিফ মকবুল ভাট৷ বুধবার দক্ষিণ কাশ্মীরের সোপরে তাকে ঘিরে ফেলে আধাসেনা৷ এরপরই শুরু হয় লড়াই৷ যাতে মৃত্যু হয় আসিফের৷ তবে জঙ্গিদের পাল্টা ছোঁড়া গ্রেনেডে আগত হন ২ জওয়ানও৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here