ডেস্ক: একদিকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, তো অন্যদিকে ভুস্বর্গের অন্দরে নিয়মিত জঙ্গি হামলা, দুয়ে মিলে বিধ্বস্ত জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার সকালে সীমান্তে গোলাগুলির পর, এবার নিরাপত্তাবাহিনীর উপর হামলার অভিযোগ উঠল জঙ্গিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ পুলিশের গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ঘটনার জেরে আহত হয়েছেন ৪ জন, যার মধ্যে ৩ জনই পুলিশকর্মী।
সূত্রের খবর গতকাল রাতে জম্মুর বাসস্ট্যান্ড এলাকায় অতর্কিতে এই হামলা চালায় জঙ্গিরা। সেখানে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চলে এই হামলা। ঘটনার জেরে আহত হয়েছেন স্টেশন হাউজ অফিসার রাজেশ জাসরোটিয়া, গাড়ির চালক অর্জুন কুমার, কনস্টেবল শাহ ইশরার। এছাড়াও আহত হয়েছেন স্থানীয় জগদেব রাজ নামে একব্যক্তি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে পুলিশের তরফে। এই ঘটনার পরেই পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ।