ডেস্ক: ফের সেনা-জঙ্গি লড়াইয়ে উত্তাল উপত্যকা। কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর বিশেষ সূত্র মারফত জওয়ানদের কাছে ছিল। ফলে এদিন ভারতীয় জওয়ানরা অতর্কিতে হামলা চালিয়ে তিনি জঙ্গিকে নিকেশ করেছে। এইনিয়ে গত কয়েকদিন ধরে মোট পাঁচজন সন্ত্রাসবাদীকে নিকেশ করল ভারতীয় জওয়ানরা। তবে এখনও উপত্যকায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে আছে বলে ধারণা সেনাদের। সমগ্র উপত্যকা জুড়ে সার্চ অপারেশন জারি করা হয়েছে।
উল্লেখ্য, গতকালই এনকাউন্টারে নিকেশ করা হয়েছিল দুই জঙ্গিকে। সোপিয়ান ও পুলওয়ামায় তল্লাশি শুরু করে ভারতীয় জওয়ানরা। রবিবার সকাল থেকেই গোটা এলাকা ঘিরে সেনা অভিযান শুরু করে সেনাবাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে অতর্কিতে জঙ্গিদের উপর লাগাতার গুলি বর্ষণ করা হয়। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। এতেই কয়েকজন সেনা জখম হন। এতেও দমে যাননি ভারতীয় জওয়ানরা। উল্লেখ্য, কিছু দিন আগেই হিজবুল জঙ্গি গোষ্ঠীরা উপত্যকার সমস্ত জওয়ান এবং পুলিশকর্মীদের কাজ্জ ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার হুঁশিয়ারি জারি করেছিল। এর কয়েকদিন পরেই সীমান্ত থেকে তিন পুলিশ কর্মীকে অপহরণ করে খুন করে আইএসআই জঙ্গিরা। এরপরই ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক জওয়ানদের কাজ ছেড়ে বাড়ি না ফেরার কড়া নির্দেশিকা জারি করেছে।