নিজস্ব প্রতিবেদক, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার কামারহাটি পুরসভার দক্ষিণেশ্বর এলাকার একটি গেস্ট হাউস থেকে শনিবার এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ওই এলাকায় । মৃত বৃদ্ধ দম্পতির নাম সুব্রত নিয়োগি (৭৮) ও কাকন নিয়োগি (৭০)। শনিবার সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবে বলে শুক্রবার রাতে ওই বৃদ্ধ দম্পতি দক্ষিণেশ্বরের অন্নপূর্ণা গেস্ট হাউসে এসেছিলেন। শনিবার তাদের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। এরপরে তারা বেলঘরিয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই দুই দম্পতির মৃতদেহ উদ্ধার করে। হোটেল সুত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি কলকাতার চারু মার্কেট এলাকার রজেন্দ্র লাল গাঙ্গুলী লেনে। পুলিশ এর অনুমান আত্মহত্যা করেছে এই বৃদ্ধ দম্পতি। তবে কেন তারা আত্মহত্যা করল বা কিভাবে তাদের মৃত্যু হয়েছে তার তদন্ত করছে বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনায় দক্ষিণেশ্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গেস্ট হাউসের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । মৃত বৃদ্ধ দম্পতির দেহ ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে।