নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট: মানসিক ভারসাম্যহীন এক পৌঢ়াকে ধর্ষন করার অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বেলেবাড়ি গ্রামে । ওই পৌঢ়াকে রামপুরহাট স্বাস্থ্যজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ওই যুবকের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে । অভিযুক্তর নাম নিখিল লেঠ(30)। বাড়ি আয়াস বেলেবাড়ি গ্রাম। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক ওই পৌঢ়াকে ধর্ষণ করে। এরপর নির্যাতিতার পরিবারের লোকজন বাড়ি ফিরে এলে বিষয়টি বুঝতে পারেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।