kolkata bengali news

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিশ্ববিদ্যালয়ে প্রবেশকে ঘিরে উত্তাল হয়েছিল যাদবপুর৷ বাবুলের সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও৷ বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময়েই এসএফআই বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের৷ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল অভিযোগ তুলেছিলেন তাকে হেনস্থা করেছে বেশ কিছু পড়ুয়ারা৷ সেই মর্মে মামলাও দায়ের করেন তিনি৷ তবে সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেত্রী৷

সোমবার রাজভবনে রাজ্যপালের কাছে যান অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপির পাঁচ সদস্যের বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল৷ যাদবপুর ইস্যুতে রাজ্যপালের হাতে একটি স্মারকলিপি তুলে দেন তারা৷ রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন,তাকে ওইদিন নিগ্রহ করেছিল একদল পড়ুয়া৷ থানায় এফআইআর করলেও কোনও লাভ হয়নি৷ পেরিয়ে গিয়েছে ৪৮ ঘন্টা৷ তবুও এখনও গ্রেফতার হয়নি কেউ৷

আজ এর প্রতিবাদেই রাজ্যপালের সঙ্গে দেখা করে ৫ জনের এই প্রতিনিধি দল৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here