ডেস্ক: বরাতজোরে রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়ার ২৪০ জন যাত্রী। রাজধানী দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এয়ার ইন্ডিয়া AI-825 বিমানটির। তখনই আর শ্রীনগর না গিয়ে পুনরায় দিল্লি বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, রবিবার সকালে ২৪০ জন যাত্রী নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করে এই এয়ারবাসটি। কিন্তু মাঝ আকাশে ওঠার পরই বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মাঝ আকাশে তখন আবহাওয়া খারাপ থাকায় বিমানটি আরও সংকটের মুখে পড়ে। তখনই আর ঝুঁকি না নিয়ে ফের দিল্লিতেই অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। গোটা ঘটনায় বিশেষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অসামরিক বিমান মন্ত্রকের তরফে।
এই নিয়ে গত ১০ দিনের মধ্যেই গুরুতর দুর্ঘটনার দ্বিতীয়বার সম্মুখীন হল এয়ার ইন্ডিয়া। গত ১৯ এপ্রিল অমৃতসর থেকে দিল্লি যাওয়ার সময় আচমকাই মাঝ আকাশে জানলা খুলে যায়। আহত হন তিন যাত্রী। বারংবার যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে ওঠায় রীতিমতো কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া।